শিরোনাম
১৯৫০ এর মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী নদী, খালে, বিলে স্থায়ী ভাবে কোন অবকাঠামো বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে ( জাগ/ কাঠা/ গড়া/ ভেসাল স্থাপন করে)মাছ ধরা এবং কারেন্ট জাল, কাঠি জাল, মশারী জাল, চাই/ ফাঁদ পেতে মাছ ধরা অাইনতঃ শাস্তিযোগ্য অপরাধ। আর এই আইনগুলো সারা বছর জুড়ে ব্যপৃত।